বিনোদন ডেস্ক ॥ পাকিস্তানী মডেল এবং অভিনেত্রী বীনা মালিক ইতোমধ্যেই তার জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন। বেশ কয়েকটি বি-গ্রেড ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে কি এবার তিনি বিয়েরও প্রস্তুতি নেবেন।
বুধবার বীনা মালিক টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে তার হাত তার প্রেমিকের হাতের উপর রাখা ছিল। ছবিতে দুজনের হাতেই আংটি পড়া ছিল।
টুইটারে বীনা মালিক লিখেন, ‘আমি আমার পরম আত্মীয়কে খুঁজে পেয়েছি। সে আমার বন্ধু, আমার জীবনসঙ্গী।’
শোনা গেছে, বীনা নরওয়ের একজন ব্যবসায়ীর সাথে প্রেম করছেন। শেখ ওমর ফারুক জহুর নামের এই ব্যবসায়ী রিয়েল এস্টেট নিয়ে কাজ করেন। নিজের প্রেমের কথা চিৎকার করে পৃথিবীকে জানাতে কোন আপত্তি নেই বীনা মালিকের। কিন্তু তিনি বিয়ের জন্য প্রস্তুত তো!