বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সারা দেশে ১৮ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারি চালানো যৌথবাহিনীর অভিযানে গতকালও ২২৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার আতঙ্কে অনেক এলাকার সাধারণ মানুষও এলাকাছাড়া রয়েছেন। আটককৃতদের বেশিরভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তবে ছাত্র, কৃষক, শ্রমিকও গ্রেপ্তার হচ্ছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে।
সীতাকুণ্ডে ৩০
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ছাত্র, কৃষক, শ্রমিক, সিএনজি চালক ও ভেণ্ডারও রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী সীতাকুণ্ডে বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ সময় তারা বাড়বকুণ্ড, ফৌজদারহাট, কেদারখীল, নুনাছড়া, মুরাদপুর, বাঁশবাড়ীয়া, পন্থিছিলা ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৯ ছাত্রসহ মোট ৩০ জনকে আটক করেছে। তবে আটককৃতদের মধ্যে বেশির ভাগই কৃষক, শ্রমিক নিরীহ মানুষ বলে জানা গেছে।
লক্ষ্মীপুরে ৮
লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে গতকাল ভোর রাতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- জামায়াত কর্মী হাবিবুর রহমান, শিবির কর্মী মিরাজুল ইসলাম, মো. তুষার, শামীম হোসেন, ইমরান হোসেন, রাশেদুল ইসলাম ও হাছান মাহমুদ।
দিনাজপুরে ২৮
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৮ জন শিবিরের বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় যৌথবাহিনী। ২৮ জনকে আটক করতে সক্ষম হয় তারা। এ সময় কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।
মাগুরায় জামায়াত নেতা
মাগুরা প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর মাগুরা জেলা আমীর আলমগীর বিশ্বাসকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গতকাল সকাল ১০ টার দিকে শহরের স্টেডিয়াম ভবনের সামনে থেকে জামায়াতের আমীর আলমগীর বিশ্বাসকে
আটক করা হয়।
গোপালপুরে ৮
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকালে গোপালপুর থানার হেমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল মজিবুর রহমানের হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় ৮ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালপুর সার্কেলের এএসপি আবুল হাসনাতের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- উপজেলার ঘোড়ামারা গ্রামের বিএনপি কর্মী দেলোয়ার হোসেন মন্টু, চান মিয়া, মামুন মিঞা, বাবলু মিঞা, দড়ি শয়া গ্রামের বিএনপি কর্মী তোতা হাজী, আবদুর রশীদ, বেড়াডাকুরী গ্রামের বিএনপি নেতা ইব্রাহীম হোসেন ও লুৎফর রহমান।
পাঁচবিবিতে ৭
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে গতকাল গভীর রাতে বিভিন্ন অভিযোগে ৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। উপজেলার বিভিন্ন স্থান থেকে যাদের আটক করা হয় তারা হলেন- ধরঞ্জী ইউনিয়নের রতনপুর মণ্ডলপাড়া গ্রামের আতোয়ার হোসেন (৩৫), দোঘরা গ্রামের রফিকুল ইসলাম (৪২), রতনপুর গ্রামের আইনুল ইসলাম (৩০), একই গ্রামের জহুরুল ইসলাম (২৮), সুজন বিশ্বাস (২৫), মিঠু (৩৫) এবং রায়পুর গ্রামের আলাউদ্দিন (৪৮) কে যৌথ বাহিনী আটক করে থানায় দেয়। গতকাল সকালে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।
নাটোরে ৫
নাটোর প্রতিনিধি জানান, নাটোরে ৫ বিএনপি কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আটক ৫ জনকে নাটোর সদর থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হলেন- নাটোর সদরের হয়বতপুর গ্রামের ওমর ফারুক (৫২), হেলাল উদ্দিন (৫৭), আমিরুল হক (২৮), ইসাহাক আলী (৩০), মোহাম্মদ নুরুজ্জামান (৫৫)।
যশোরে ৫১
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, যশোরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জমায়াতের ৬ নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ২১ জন বিএনপি ও ২৭ জন জামায়াত শিবিরের কর্মী রয়েছে। গতকাল ভোররাতে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের ৫১ নেতাকর্মীকে আটক করে।
শিবগঞ্জে ১২
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুুলিশ মঙ্গলবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১২জন জামায়াত-বিএনপিকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন- সেলিম, উজ্জ্বল, লাল মোহাম্মদ, ইয়াসিন, মোহাম্মদ আলী, সামসুল, মিঠু, ভদু, মামুন, বকুল, হায়দার ও সাগর। আটককৃতদের গতকাল চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পটুয়াখালীতে ১৬
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর বিভিন্ন উপজেলার মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, দুমকি উপজেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও মুরাদিয়া ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. মহিবুল্লাহ। বাউফলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহআলম, জামায়াতের কেশবপুর ইউনিয়ন আমীর জাকির হোসেন ও জামায়াত কর্মী আয়ুব আলী। মির্জাগঞ্জে কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার হোসেন, কলাপাড়া উপজেলার বিএনপি কর্মী মিলন ভূঁইয়া, নাসির উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য ছগির প্যাদা, নুরুল আলম, ছাত্র দলের রুবেল মৃধা ও হাসেম গাজী। রাঙ্গাবালী উপজেলার বিএনপি কর্মী রাশেদ খান ও বাবুল রারী এবং সদর উপজেলার থেকে বিএনপি কর্মী মুজিব মৃধা ও আনিস জোমাদ্দার ।
বড়লেখায় জামায়াত নেতা
বড়লেখা (মৌলভীবাজার প্রতিনিধি জানান, বড়লেখায় মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে সদর ইউপির ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামাল আহমদ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বিওসি কেচরিগুল গ্রামের মতরুব আলীর ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়ি এলাকা বিওসি কেছরিগুল গ্রামে অভিযান চালিয়ে কামাল হোসেনকে গ্রেপ্তার করেন।
খুলনায় ২৯
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে জানান, খুলনা জেলার ৯টি উপজেলায় বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কেএমপি’র খালিশপুর থানার বেবিট্যাক্সি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শেখ সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর মধ্যে ডুমুরিয়া থানায় চারজন, বটিয়াঘাটা থানায় পাঁচজন, কয়রা থানায় একজন, রূপসা থানায় দুইজন জামায়াত নেতাসহ সাতজন ও তেরখাদা থানায় দুই জামায়াত নেতাসহ চারজন, দিঘলিয়া থানায় চারজন, পাইকগাছা থানায় দুই জন, ফুলতলা ও দাকোপ থানায় একজন করে গ্রেপ্তার করা হয়েছে। এদের বেশির ভাগই বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি বলে ডিএসবি সূত্র জানায়।
রংপুরে ৯
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, রংপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৯ জনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, পীরগাছা উপজেলার শিবিরকর্মী আবদুল জব্বার (২৩), মিঠাপুকুর উপজেলার শাহ আলম (৩০) ও সোহেল রানা (২২) রংপুর মহানগরীর ইমরান সরকার (২১), আখতারুল ইসলাম, (২৮), বিএনপি কর্মী খাদেমুল ইসলাম (৩৪), গোলাম রব্বানী (২৯), আবদুর রহিম (২৫) এবং কামরুজ্জামান (৩৫)। রংপুর পুলিশ সুপার আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁওয়ে ১১
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি মো. আলম, যুবদলের সদস্য সচিব মাহাবুর হোসেন তুহিনসহ ১৮ দলের ৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঠাকুরগাঁও পৌর কাউন্সিলর হামিদুল্লাহ আল মামুনসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
মহেশপুরে ১০
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী। হরতাল-অবরোধে সহিংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-রওশন বিশ্বাস, আলী মর্তুজা, শান্তি মণ্ডল, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম, রাজু আহমেদ, শামু সর্দার, সাত্তার হোসেন, দোলন মিয়া ও বাহাউদ্দীন।