স্টাফ রিপোর্টার ॥ ১০ম জাতীয় সংসদের নির্বাচনী মালামাল রিটার্নিং অফিসে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশন যৌথবাহিনীর তদারকিতে জেলা অফিসগুলোতে মালামাল পাঠাতে শুরু করেছে। নির্বাচন কমিশনের (ইসি) সহকারী সচিব মো. আশফাকুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সরকারি গুদাম ও নির্বাচন কমিশনের গুদামে রক্ষিত মালামাল মঙ্গলবার থেকে পাঠানো শুরু হয়েছে। র্যাব-বিজিবির তদারকিতে প্রত্যেক আসনে নির্বাচনী মালামাল পাঠানো হচ্ছে।