জেলা প্রতিনিধি, বগুড়া ॥ বগুড়ায় কড়া নিরাপত্তার মধ্যেই সোমবার জেলা শহরের জিরো পয়েন্ট সাতমাথার সন্নিকটে ২টি বিআরটিসি বাস সহ জেলার বিভিন্ন স্থানে ৯ টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে, শহরের সাতমাথা থেকে দেশীয় অস্ত্রসহ ২জনকে আটক করে যৌথবাহিনী।
জানা গেছে, অবরোধের মধ্যেই সরকারী নির্দেশে বগুড়া বিআরটিসি কর্তৃপক্ষ বাস ছাড়ার সিদ্ধান্ত নেয়। সে সময় ডিপো থেকে বাস বের হওয়া মাত্র কিছু দুর্বৃত্ত পুলিশি প্রহরার মধ্যেই বেশ কয়েকটি ককটেল বিষ্ফোরন ঘটায়। পরে ২টি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ডিপোর লোকজন এসে আগুন নিভিয়ে ফেললেও বাস পরবর্তীতে আর ছেড়ে যায়নি।
বিআরটিসি পরিচালক শুখভাশিষ পোদ্দার লিটন জানান, বাসে দুর্বৃত্ততের আঘাতে আগুন লাগলেও ডিপোর কর্মচারী ও স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নেভানোর ফলে বাসে তেমন ক্ষতি সাধন হয়নি। এদিকে, বাসে কোন যাত্রী না থাকায় কোন হতাহত হয়নি। অন্যদিকে, রবিবার রাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশি প্রহরায় গাড়ি পারাপারের সময় র্দুর্বৃত্তরা বিক্ষিপ্ত ভাবে ৭টি গাড়িতে আগুন দেয়। এতে বেশ কিছু গাড়ির ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে, সোমবার বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় টহলরত যৌথ বাহিনী সন্দেহমূলক ২ মোটরনাইকেল আরোহীকে আটক করে। পরে আটককৃতদের তল্লাশী করে মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলো বগুড়া শহরের নিশিন্দারা এলাকার নয়ন ও সাইদুল।
এদিকে, বগুড়া সদর থানা সূত্র জানায়, সব ধরনের নাশকতা এড়াতে যৌথ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।