বিনোদন ডেস্ক ॥ গত কয়েক বছরে অনেক ঘটনার মধ্য দিয়েই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন জনপ্রিয় গায়িকা মাইলি সাইরাস। গানের চেয়ে বেশি আলোচিত তিনি হয়েছেন ব্যক্তিগত বিভিন্ন আচরণ ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে। সম্প্রতি আবারও এমন এক কাণ্ড ঘটিয়েছেন মাইলি। এরই মধ্যে তার ‘এডর ইউ’ গানটি শ্রোতামহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
সম্প্রতি এর মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। পুরো গানটিতে পারফর্ম করেছেন মাইলি। তবে অবাক করার বিষয় হলো, এ গানটির একটি দৃশ্যে তিনি নগ্নভাবে উপস্থিত হতে যাচ্ছেন দর্শকদের সামনে।
মিউজিক ভিডিওটিতে একটি স্নানদৃশ্যে নগ্নভাবে ক্যামেরাবন্দি হয়েছেন মাইলি। এ দৃশ্যটিতে শরীরের উপরিভাগে কোন পোশাক পরেননি তিনি। সমপ্রতি ভিডিওটির কিছু দৃশ্য ইউটিউবে প্রকাশ করেন মাইলি নিজে।
এই ভিডিওটিতে তার এই নগ্ন দৃশ্য স্থান পেয়েছে। এ বিষয়ে মাইলি সাইরাস খোলামেলা কোন কথা না বললেও জানিয়েছেন, আমার ‘এডর ইউ’ গানটি শ্রোতারা পছন্দ করেছেন বলেই এর ভিডিওর কাজ শেষ করলাম। এখানে আমি পুরো গানটিতে পারফর্ম করেছি। যেভাবে দর্শকরা আমাকে দেখতে চান সেভাবেই উপস্থাপিত হয়েছি। হট মাইলিকেই সবাই দেখেতে পাবেন এখানে। আর এই নিয়ে কেউ যদি আলোচনা-সমালোচনা করতে চান, করতে পারেন। আমার কিছু যায় আসে না। এসব এখন সওয়া হয়ে গেছে।