স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধুর স্নেহধন্য, আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ৯টায় বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এদিকে আবদুর রাজ্জাকের নিজ জেলা শরীয়তপুরে আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে আছে শোভাযাত্রা, কাঙ্গালিভোজ ও আলোচনা সভা।
মরহুমের বড় ছেলে নাহিম রাজ্জাক এমপি জানান, আগামী শুক্রবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে মরহুমের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এতে ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও মোজাহিদুল ইসলাম সেলিমসহ জাতীয় নেতারা।