স্টাফ রিপোর্টার ॥ নগরীতে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রোববার রাতে গাজীপুর মহানগরের টঙ্গীর মরকুন এলাকায় একটি বাসায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।
এসময় ওই বাসা থেকে দেলোয়ার হোসেন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন মরকুনের আমিন উদ্দিনের ছেলে।