স্পোর্টস ডেস্ক॥সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশী অপরাজিত শতক হাঁকানোর ক্ষেত্রেই কিংবদন্তী এই ভারতীয়কে ছাড়িয়ে গেছেন চন্দরপল।
শুক্রবার হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলে তিনি টেস্ট ক্যারিয়ারে ১৭তম অপরাজিত শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন। একই সঙ্গে ছাড়িয়ে যান সদ্য অবসর নেয়া ভারতীয় মহানায়ক শচীনকেও। অবসরের আগে ১৬টি অপরাজিত শতক সংগ্রহে রেখেছিলেন মাস্টার ব্যাটসম্যানটি। তবে চন্দরপল তার টেস্ট ক্যারিয়ারের ২৯তম শতকটি অপরাজিত শতকে রুপান্তরিত করে টপকে যান শচীনের সংগ্রহকেও।
শচীনকে পেছনে ফেলার দিনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকেও পেছনে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ১৫৩ টেস্টে ১১ হাজার ১৯৯ রান করে তিনি পেছনে ফেলেন ১৫৬ টেস্টে ১১ হাজার ১৭৪ রান করা বোর্ডারকে। ১৯৯৪ সালের মার্চ মাসে বোর্ডার ক্রিকেট থেকে অবসর নেন। আর সেই মাসেই ক্রিকেটে অভিষেক হয় বর্তমানে ৩৯ বছর বয়সী চন্দরপলের।
বর্তমানে টেস্ট ক্রিকেটে পঞ্চম সর্বাধিক রান সংগ্রাহক চন্দরপলের সামনে এখন স্বদেশী কিংবদন্তী ব্রায়ান লারাকে ছাড়ানোর সুযোগ এসেছে। অবসরের আগে লারা টেস্ট ক্রিকেটে ১১ হাজার ৯৫৩ রান সংগ্রহ করেছিলেন। তবে লারাকে ছাড়াতে হলে বর্তমান ফর্মকে আরো দীর্ঘায়িত করতে হবে এই বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানকে। গত নভেম্বরে ঐতিহাসিক ২০০তম টেস্ট খেলে ১৫ হাজার ৯২১ রানের বিশাল অর্জনকে সঙ্গী করে ক্রিকেট থেকে অবসর নেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। শচীনের পর অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার সংগ্রহ ১৩ হাজার ৩৭৮ রান। এরপরই আছেন দ্য ওয়াল হিসেবে খ্যাত ভারতের আরেক সাবেক তারকা রাহুল দ্রাবিড়। তার সংগ্রহ ছিল ১৩ হাজার ২৮৮ রান। এদের পিছু ধাওয়া করছেন দক্ষিণ আফ্রিকার আরেক অভিজ্ঞ অলরাউন্ডার জ্যাক ক্যালিস। এখন পর্যন্ত তার সংগ্রহ ১৩ হাজার ১৪০ রান।
ক্রিকেট বিশ্বে কিছুটা ব্যতিক্রমী ব্যাটসম্যান হিসেবেই পরিচিতি পান এই স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যানটি। তার ব্যাটিং স্টান্সের সঙ্গে বিশ্বের আর কোন ব্যাটসম্যান বা কোচের স্টাইলই খাপ খায় না। ২০০৭ সালে ক্যারিবীয় কিংবদন্তী ব্রায়ান লারার অবসরের পরই তিনি রানের পর রান সংগ্রহ করে ক্রিকেট বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেন। লারার অবসর নেয়ার সময় ১০১ টেস্টে চন্দরপলের গড় ছিল ৪৪.৬০। কিন্তু পরবর্তী ৫২ টেস্টে তার গড় দাঁড়ায় ৭০ এর সামান্য নীচে।
মূলতঃ ওয়েস্ট ইন্ডিজ দলের ভঙ্গুর ব্যাটিং লাইন আপের দায়-দায়িত্ব অনেকটা একাই বহন করে চলেছেন তিনি তখন থেকেই।