বিনোদন ডেস্ক॥রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে স্টেজ শো ও অ্যালবাম থেকে কিছুটা দূরে থাকলেও ইউটিউবে সক্রিয় রয়েছেন পপতারকা তিশমা। তার নতুন গান ও অনুষ্ঠানের ভিডিওচিত্র সেখানে নিয়মিত আপলোড করছেন তিনি। রেনডম সং, কনসার্ট ও টিভি অনুষ্ঠান শিরোনামে তিনটি ধাপে সাজানো হয়েছে তার ইউটিউব অ্যাকাউন্ট। শুধু তাই নয়, স্টুডিওতে কাজকর্মের তথ্য, ভক্তদের পরামর্শ এবং ব্যক্তি জীবনের ওপর নির্মিত নানা ভিডিওচিত্রও সেখানে সাজিয়ে রেখেছেন তিনি।
এ প্রসঙ্গে তিশমা বলেন, পাইরেসির কারণে অ্যালবাম প্রকাশ করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সঙ্গীতের ওপর প্রবল নেশা থেকে নিত্য-নতুন গান তৈরি করেই চলছি। তবে বিভিন্ন কারণে অডিও আকারে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
এদিকে, ভক্তরা তো নতুন গানের জন্য বারবার অনুরোধ করে আসছেন। সব কিছু মিলিয়ে ভেবে দেখলাম, ইউটিউব ও ফেসবুক ভক্ত-শুভকাক্সিক্ষদের সঙ্গে আমার যোগাযোগের অন্যতম মাধ্যম হতে পারে। তাই ইউটিউবের মাধ্যমে গান প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে ফেসবুকের মাধ্যমে আমার কাজকর্মের আপডেট তথ্য দিচ্ছি। এসব নিয়ে ভক্তদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি।
তিশমা ভেবেছিলেন চলতি বছরেই তার ক্যারিয়ারের দশম একক অ্যালবাম ‘রকস্টার’ শ্রোতাদের উপহার দেবেন। কিন্তু এতে বাধ সেধেছে চলমান অস্থিরতা। দেশে শান্ত পরিবেশ ফিরে এলেই অ্যালবামটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
তিশমা তার ‘রকস্টার’ অ্যালবামটি রক, মেলোডি, ব্যালাড, অলটারনেটিভ গান দিয়ে সাজিয়েছেন। এর পাশাপাশি আরো দুটি অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।
এরমধ্যে একটি অ্যালবাম সফট, মেলোডি ও শাস্ত্রীয় ধারার গান দিয়ে সাজাচ্ছেন। অন্যটি হচ্ছে ২০১১ সালে প্রকাশিত ‘এক্সপেরিমেন্ট’ অ্যালবামের নতুন ভার্সন।
এর পাশাপাশি প্রামাণ্যচিত্র ধাঁচের একটি ভিডিও অ্যালবামও তৈরি করছেন তিশমা। এর নাম রেখেছেন ‘দ্য রক প্রিন্সেস-এক্সপোজড’। গানের পাশাপাশি এতে থাকছে রেকর্ডিংয়ের ভিডিওচিত্র, দুর্লভ স্থিরচিত্রসহ তিশমার লাইফস্টাইল।