স্টাফ রিপোর্টার ॥ চলমান রাজনৈতিক সংকটের কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৪। মেলা শুরুর আর মাত্র ১৫ দিন বাকী থাকলেও এখন পর্যন্ত প্রস্তুতি অনেক বাকি। প্যাভিলিয়ান নির্মাণ, স্টল বরাদ্দ, বিদেশী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ এসব কাজের ৫০ ভাগই শেষ করতে পারেনি মেলা আয়োজক সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মেলার প্রধান আয়োজক ইপিবি এখনও জানেনা কয়টি দেশ এ বছরের মেলায় অংশ নেবে। বিদেশী ক্রেতা-বিক্রেতারা নিশ্চিত করে জানায়নি মেলায় অংশ নেবে কি-না। এদিকে প্যাভিলিয়ান নির্মাণ ও বরাদ্দের কাজ অসমাপ্ত। বার বার স্টল বরাদ্দের কার্যাদেশ দেওয়া হলেও অংশগ্রহণকারী দেশী-বিদেশী প্রতিষ্ঠানগুলো এ বছর অন্য বছরের মতো আগ্রহ দেখাচ্ছে না বলে জানা গেছে। অস্থির রাজনৈতিক পরিস্থিতির কারণে অংশগ্রহণকারীরা সিদ্ধান্তহীনতায় ভুগছে।
সূত্রমতে, ইপিবি অধ্যাদেশ অনুযায়ী ইপিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রী। তার অনুমোদন ছাড়া মেলার উদ্যেশ্যে এক টাকাও খরচ করতে পারবে না ইপিবি। বর্তমান বানিজ্য মন্ত্রী জি এম কাদের অনেক আগেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ফলে মেলা আয়োজনের ব্যয় নির্বাহ নিয়ে অন্ধকারে রয়েছে খোদ বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি। সূত্র জানায়, এ বছর দেশি-বিদেশি উদ্যোক্তাদের অনেকেই বাধ্য হয়ে স্টল বরাদ্দ নিয়েছেন। প্রথম দিকে নিতে না চাইলেও পরবর্তীতে ভবিষ্যতের কথা চিন্তা করে তারা স্টল নিয়েছেন।
কেননা প্রতি বছর যারা এতে অংশ নেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। গতকাল বানিজ্য সচিব মাহবুব আহমেদ সরেজমিন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। মেলার প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট সময়েই মেলার উদ্বোধন হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের মেলায় এখন পর্যন্ত ৪৭৩টি সব ধরনের স্টলের মধ্যে ৯৩টি বরাদ্দের কোনো প্রতিষ্ঠান পাওয়া যাচ্ছে না। যারা স্টল, প্যাভিলিয়ন বরাদ্দ পেয়েছেন তারাও শংকিত আছেন মেলার ভবিষ্যৎ নিয়ে।
সূত্র জানায়, এখন পর্যন্ত ৯২টি স্টল, প্রিমিয়াম প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, সাধারণ সংরক্ষিত প্যাভিলিয়ন, বিদেশী প্রিমিয়ার স্টল, ফুড স্টল বরাদ্দের প্রতিষ্ঠান ও ব্যক্তি খুঁজে পাচ্ছে ইপিবি। এজন্য বার বার দরপত্র আহবান করেও অংশগ্রহণে আগ্রহী কারো সাড়া পায়নি মেলা কর্তৃপক্ষ।
মেলার মাঠে ৫৪টি প্যাভিলিয়নের মধ্যে ১১টি খালি রয়েছে। ১৩টি সাধারণ স্টলের মধ্যে ৮টির বরাদ্দ দিতে পেরেছে কর্তৃপক্ষ। ৪২টি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নের মধ্যে ১৮টির চূড়ান্ত বরাদ্দ হয়েছে। বাকিগুলোর জন্য কেউ দরপত্র জমা দেয়নি। ইপিবির ভাইস চেয়ারম্যান সুভশীষ বসু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন। তবে এখনও দেশি-বিদেশি উভয় প্রকার কিছু স্টল ও প্যাভিলিয়ান বরাদ্দ বাকী রয়েছে। সেগুলোর জন্য পুন:দরপত্র আহবান করা হয়েছে।