বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল বলেছেন, আওয়ামী লীগের কাছেও এই নির্বাচনটি ভাল হয়নি। কিন্তু কিছুই করার নেই, জামায়াতের কাছে আওয়ামী লীগ মাথানত করবে না। স্বাধীনতার এতদিন পরেও আমরা কী স্বাধীনতা বিরোধী শক্তির কাছে মাথানত করতে পারি? প্রধানমন্ত্রী তা পারে না, এজন্যই এই নির্বাচন। ১৯৭১ সালে যেভাবে সহিংসতা চালনো হয়েছিল, ঠিক একই কায়দায় বিএনপি-জামায়াত এখনও সহিংসতা চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার রাতে জিল্লুর রহমানের উপস্থাপনায় চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে অপু উকিল এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৯৭৩-এর পরে আরও কিছু কাজ করার কথা ছিল। সেই কাজটি বঙ্গবন্ধুকে হত্যা করার পর সেটি করতে পারেনি। এদেশের স্বাধীনতা শুদ্ধ করার জন্য তিনি (বঙ্গবন্ধু) যখন আলবদ, রাজাকার ও আলছামসের বিরুদ্ধে উঠে দাঁড়ান তখন তাকে নিরর্মম ভাবে হত্যা করার হয়। এর ফলে আওয়ামী লীগ স্বাধীনতা শুদ্ধ করতে পারেনি। বঙ্গবন্ধুর রক্তের ওপর দাঁড়িয়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ‘কু’ করে অধিষ্ঠিত হয়েছে। তারা আরও এই স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনীতির বিষবৃক্ষ রূপে এদেশে দাঁড় করিয়েছে।
অপু উকিল বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে বাংলাদেশ থেকে নিঃশেষ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই শুদ্ধ অভিযানটি চালিয়ে যাচ্ছেন। স্বাধীনতা বিরোধী শক্তিকে বিএনপি প্রশ্রয় দিয়ে এদেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে। অ্যামেরিকা ও রাশিয়া তারা স্বাধীনতার চেতনাকে সম্মনীত রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে গর্ব করে দেশের মানচিত্র তুলে ধরতে পেরেছে। আমরা দেশের মানচিত্র বিশ্বের বুকে গর্ব করে তুলে ধরতে পারিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে আসার জন্য প্রধানমন্ত্রী বার বার বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন। যখনি তিনি আহ্বান জানিয়েছেন তখনি বিরোধী দলের নেত্রী তাকে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন। তিনি (খালেদা জিয়া) নির্বাচনে আসবেন না এটি যখন আওয়ামী লীগ বুঝতে পেরেছে বিএনপি-জামায়াতের কথায় নির্বাচনে আসছেন না।