স্টাফ রিপোর্টার ॥ জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা নিয়ে পাকিস্তানের সংসদে যে সমালোচনা করা হয়েছে তার জন্য সরকারকে দায়ী করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।
সম্মেলনে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার জনগণের আন্দোলন দমনের নামে জাতিকে বিভক্ত করছে। সরকার জনগণকে বিভক্ত না করলে তারা এ ধরণের সুযোগ পেত না।’
তিনি বলেন, ‘আমরা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে না। মানবতাবিরোধী অপরাধীদের বিচার করছে। এই বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলও আপত্তি তুলেছে।’
পাকিস্তান সংসদের রেজুলেশন সম্পর্কে বিএনপির অবস্থান সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারকে আগেই এর প্রতিবাদ জানানো উচিত ছিলো। প্রতিবাদ বা ব্যবস্থা সরকারকেই নিতে হবে। শুনেছি এ বিষয়ে সরকার আজ উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘তফসিল ঘোষণার সারা দেশে যে সব হত্যা, গুম, হামলার ঘটনার ঘটনা ঘটছে এজন্য নির্বাচন কমিশনকে দায়ভার নিতে হবে।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের ভোট প্রার্থনার নৈতিক শক্তি নেই বলে তারা জনগণকে ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত করেছে। মাঠে নির্বাচন হচ্ছে না। তাই তারা ‘বানরের পিঠা ভাগের’ নির্বাচন করছে যা ঠেকানো মুশকিল।’
দশম নয় এগারোতম জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হতে পারে যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এটা তার নিজের বক্তব্য, সরকারের বক্তব্য, নাকি উভয় পক্ষের বক্তব্য এ বিষয়টি স্পষ্ট নয়। তার বক্তব্যের সঙ্গে সরকার বা আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের মিল নেই।’
আলোচনার মাধ্যমে চলমান সঙ্কট নিরসনের তাগিদ দিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘বিভ্রান্তিমূলক বক্তব্য বাদ দিয়ে আসুন একটি অর্থবহ সংলাপ করি।’
৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে ৪র্থ দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে বিরোধী জোটের ৩জন কর্মী নিহত হয়েছেন দাবি করে বিএনপির এই নেতা জানান, ক্ষমতাসীন ও আইন রক্ষা বাহিনীর হামলায় আহত ২৫১জন, গ্রেফতার হয়েছে ১৭১জন এবং মামলা হয়েছে ৪হাজার নেতাকর্মীর বিরুদ্ধে।