স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রতি একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন খান ইকবালের লিগ্যাল নোটিশটি প্রেরণ করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশটি প্রেরণ করা হয়।
নোটিশে বলা হয়, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদকে অবৈধভাবে আটক করা হয়েছে।’ নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এরশাদকে মুক্তি না দিলে হাইকোর্টে একটি রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরো বলা হয়, ‘হুসেইন মুহম্মদ এরশাদকে সরকার র্যাবের মাধ্যমে ধরে নিয়ে গেছে, পরে তার শারীরিক অসুস্থতার কথা বলে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করেছে। তাকে ধরে নেয়া এবং আটক রাখা অবৈধ। তাকে দ্রুত উল্লেখিত সময়ের মধ্যে মুক্তি না দিলে এই বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।’
নোটিশে বলা হয়, ‘এরশাদকে চাপ সৃষ্টি করে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করাতে না পেরে সরকার অবৈধভাবে তাকে জোড় করে আটকে রেখেছে।’
এ বিষয়ে ব্যারিস্টার রফিক উল হক বলেন, ‘নির্বাচনে অংশ নেয়া আর না নেয়া এরশাদের সাংবিধানিক অধিকার। তকে জোড় করে নির্বাচনে অংশগ্রহণ করানো অবৈধ।