স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সময়ে সংঘটিত কোনো সহিংসতার দায়ভার নির্বাচন কমিশন (ইসি) নেবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এসব সহিংসতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে কমিশন থেকে বেরিয়ে যাওয়ার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সিইসি রকিবউদ্দীন বলেন, ‘সহিংসতা ঠেকানোর দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। এসব সহিংসতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তবে আমরা চাইবো জনগণের জানমাল নিরাপদ থাকুক।’
এর আগে দুপুর ১২টার দিকে কমিশনের সম্মেলন কক্ষে বৈঠক শেষে সাংবাদিকরা সিইসির কাছে বিভিন্ন বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সে সময় কেবল বলেন, ‘আমি কিছু বলবো না। যা বলার ইসি সচিব বলবেন।’
ইসি সচিবের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনিও কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। উল্টো বলেছেন, ‘সাংবাদিকদের বলার বিষয়ে সিইসি মহোদয় আমাকে কিছুই জানাননি।’