“রিভেঞ্জ পর্নো” থেকে সাবধান!

লাইফস্টাইল ডেস্ক ॥ একসময় ছিল গভীর ভালোবাসা৷ হঠাৎ করে হয়ত সেই সম্পর্ক ছুটে গেলো৷ আর সঙ্গীটি প্রতিশোধ নিতে ইন্টারনেটে ছেড়ে দিল তাদের মধ্যকার অন্তরঙ্গ সম্পর্কের ছবি, ভিডিও৷ একে বলা হয় ‘রিভেঞ্জ পর্নো,’ যা সর্বনাশ ডেকে আনতে পারে কারো জীবনে৷

বছর দুয়েক আগে বাংলাদেশের মডেল কন্যা প্রভার অন্তরঙ্গ ভিডিও প্রকাশ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি৷ প্রাক্তন ছেলেবন্ধুর সঙ্গে এই ভিডিও প্রকাশের পর সংসারও ভেঙে যায় তাঁর৷ পরে অবশ্য সামলে উঠেছেন প্রভা৷ কিন্তু এভাবে ‘রিভেঞ্জ পর্নো’ প্রকাশ থেমে নেই৷

‘রিভেঞ্জ পর্নো’ ঠেকাতে পুলিশ প্রশাসনও তেমন ভূমিকা রাখতে পারছে না৷ বিশেষ করে হোলি জেকবসকে বিষয়টি বিস্মিত করেছে৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে এই মার্কিন নারী জানান তাঁর হতাশার কথা৷ ২০০৯ সালের জানুয়ারী মাসে ছেলেবন্ধুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়৷ বন্ধুটি তাঁর কাছ থেকে অনেক দূরে থাকতো৷ তাই সম্পর্ক ধরে রাখতে বিভিন্ন একান্ত ব্যক্তিগত ছবি বন্ধুর সঙ্গে শেয়ার করেছিলেন তিনি৷ বন্ধুর সঙ্গে ওয়েবক্যামেও অনেক খোলামেলা আচরণ করেছেন তিনি৷

ছাড়াছাড়ির পর একদিন আবিষ্কার করেন প্রাক্তন ছেলেবন্ধুটি জ্যাকবসের নগ্ন ছবি, আপত্তিকর ভিডিও প্রকাশ করেছে ইন্টারনেটে৷ এরপর পুলিশের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাননি তিনি৷ বর্তমানে তিনি প্রতিশোধ হিসেবে অন্যের নগ্ন ছবি বা ভিডিও ইন্টারনেটে প্রকাশকে অপরাধের পর্যায়ে ফেলার জন্য প্রচারণা চালাচ্ছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রে এব্যাপারে কঠোর আইন চান হোলি জেকবস৷

আশার কথা হচ্ছে, কিছু দেশে ‘রিভেঞ্জ পর্নো’ রোধে তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে৷ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গত ১১ ডিসেম্বর জানিয়েছে, ইউগটপোস্টেড নামক একটি ‘রিভেঞ্জ পর্নো’ সাইটের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷ এই ব্যক্তি আবার টাকার বিনিময়ে ইন্টারনেট থেকে ছবি মুছে দেয়ার একটি ওয়েবসাইটও পরিচালনা করতেন৷

বিশেষজ্ঞরা মনে করেন, ‘রিভেঞ্জ পর্নো’ থেকে রক্ষা পেতে প্রয়োজন বাড়তি সতর্কতা৷ বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিও তোলার ক্ষেত্রে সচেতনতা প্রয়োজন৷ ডিজিটাল মাধ্যমে থাকা এধরনের কন্টেন্ট সহজেই পৌঁছে যেত পারে অন্যের কাছে, যা ডেকে আনতে পারে সর্বনাশ৷

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫