স্পোর্টস ডেস্ক ॥ টটেনহ্যামকে গোল বন্যায় ভাসিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে উঠে এলো লিভারপুল। প্রতিপক্ষের মাঠে জিতবে কিনা যাদের সংশয় ছিল তাদের বোকা বানিয়ে ৫-০ গোলের জয় তুলে নিয়েছে লিভারপুল। ১৬ খেলায় তাদের পয়েন্ট এখন ৩৩। শীর্ষে থাকা আর্সেনালের সংগ্রহ সমান খেলায় ৩৫। চেলসির পয়েন্ট ৩৩ তবে গোল ব্যবধানে তারা তৃতীয় স্থানে। রোববার ম্যানচেস্টার ইউনাইটেড জয় পেলেও তাদের অবস্থান এখন আট নম্বরে। সুখবর হলো যে, গতবারের চ্যাম্পিয়নরা জয়ের ধারায় ফিরেছে। চার ম্যাচ পর তারা লীগের খেলায় জয়ী হলো ম্যানচেস্টার ইউনাইটেড। ফন পার্সির অনুপস্তিতিতে ওয়েলবেকের দুই গোল ডেভিড ময়েসকে স্বস্তি এনে দিয়েছে। ১৫ ও ১৭ মিনিটের মাথায় দুটি গোল করেন ওয়েলবেক। ৫২ মিনিটে তৃতীয়টি করেন ক্লেভারলি। ১৬ খেলায় তাদের পয়েন্ট এখন ২৫।
হোয়াইট হার্ট লেনে টটেনহ্যামকে ধ্বসিয়ে দেযার পেছনে মূল নায়ক ছিলেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার নিজে করেন দুটি আর করান দুটি। টটেনহ্যামের মাঠে লিভভরপুলের এটিই সবচেয়ে বড় জয়। তবে এটা সম্ভব হয়েছে হটস্পারের একজন বহিস্কৃত হওয়ায়। শুধু তাই নয়, এই মাঠে গত ৭ বারের চেষ্টায় প্রথম জয় অলরেডদের। আর টটেনহ্যাম পার করছে দুঃসময়। আগের মাসে তারা ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে ৬-০ গোলে। ১৮ মিনিটে সুয়ারেজ প্রথম গোল করেন। ৪০ মিনিটে হেন্ডারসন করেন দ্বিতীয়টি। এরপর ৭৫ মিনিটে ফ্লানাগান, ৮৪ মিনিটে ফের সুয়ারেজ এবং ৮৯ মিনিটে রাহিম স্টারলিং শেষ গোলটি করেন। সুয়ারেজের গোল সংখ্যা এবার লীগের ৭ ম্যাচে ১৪টি এবং মোট ১৭তে দাঁড়ালো। দ্বিতীয়ার্ধের শুরুতে টটেনহ্যামের পওলিনহো লালকার্ড দেখেন।