স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি বের করেছে। র্যালিতে নেতৃত্বদেন ঢাকা মহানগরী পূর্ব সভাপতি ছাত্রনেতা রাশেদুল হাসান রানা ও মহানগরী সেক্রেটারী রেজাউল হক রিয়াজ। লাল সবুজের পতাকা নিয়ে ৪৩তম বিজয় দিবসে নানা শ্লোগান দেয় ছাত্র শিবির। এসময় তাদের শ্লোগান ছিল স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা কর, বিভাজনের রাজনীতি পরিহার কর। সবাই মিলে সমৃদ্ধ বাংলা গড় ও সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্তয় করে তারা। এ সময় র্যালিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী প্রকাশনা ও সাহিত্য সম্পাদক তোজাম্মেল হক, স্কুল কার্যক্রম সম্পাদক সোহেল রানা মিঠু, শিক্ষা সম্পাদক মতিউর রহমান, ছাতকল্যাণ সম্পাদক এসএম মনিরুজ্জামান, প্রচার ও আইটি সম্পাদক আব্দুল কাদের, কলেজ কার্যক্রম সম্পাদক গোলাম সাদেক, রমনা থানা সভাপতি আশ্রাফ উদ্দিন, খিলগাঁও থানা সভাপতি রায়হান উদ্দিন, ঢাকা আলীয় মাদ্রাসা সভাপতি ইমাম হোসাইন, সবুজবাগ্ থানা ফায়জুর রহমান, পল্টন থানা সভাপতি মোস্তাফিজুর রহমান, মতিঝিল থানা সভাপতি রাকিবুল হাসান শামীম, লালবাগ্ থানা সভাপতি জাকির হোসাইন, কলেজ জোন থানা সভাপতি সাইয়্যেদ যোবায়ের, মাহামুদুল হাসান প্রমখ।