স্টাফ রিপোর্টার ॥ যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে শিবিরকর্মীরা।
শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে , সকালে কয়েকজন শিবিরকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকা অভিমুখী উৎসব পরিবহনের বাসটি থামিয়ে প্রথমে ভাঙচুর চালায় ও পরে আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা।
পরে পুলিশ ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।