স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৭ ডিসেম্বর থেকে আবার টানা হরতাল বা অবরোধ কর্মসূচি পালনের কথা ভাবছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
এদিকে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে জামায়াত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। গতকাল শুক্রবার সকাল ছয়টায় এই কর্মসূচি শেষ হয়েছে।
বিএনপির দপ্তর থেকে বলা হয়েছে, কাল ১৫ ডিসেম্বর জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ না ও হতে পারে।
এরআগে, নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কাল (রোববার) সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করে জোট। যদিও গতকাল পর্যন্ত এ আবেদনে সাড়া দেয়নি পুলিশ।
এর মধ্যে সরকারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছে বিএনপি। এ জন্য নতুন করে আন্দোলন কর্মসূচি নির্ধারণ করেনি তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার পক্ষেই বিএনপির নীতি নির্ধারকরা।