বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দুর্নীতির অভিযোগে উত্তর কোরিয়ায় এক সময়ে ক্ষমতার নেপথ্য নায়কখ্যাত ও দেশটির সরকার প্রধান কিম জং উনের ফুপা চ্যাং সং-থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শুক্রবার দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ এ সংবাদ নিশ্চিত করে।
চলতি মাসের শুরুতেই চ্যাং সংকে দেশটির সামরিক কাউন্সিলের উপ প্রধানের পদ থেকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়। সেসময় তার সঙ্গে গ্রেপ্তার হওয়া দুই সহযোগীর মৃত্যুদণ্ড আগেই কার্যকর করা হয়েছে।