স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘এরশাদকে চিকিৎসা দেয়ার জন্য সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন।’
তিনি সাংবাদিকদের জানান, ‘এরশাদ নিজে আমাকে জানিয়েছেন যে তিনি আগামীকাল ফিরে আসবেন।’
এরশাদ অসুস্থ কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তো তা প্রতীয়মান হয়নি।’
তাকে আটক করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাকে আটক করা হয়েছে এমন কোনো তথ্য আমার জানা নেই।’
তবে বেশ কয়েকবার তিনি এ প্রশ্নটি এড়িয়ে গেছেন।
তিনি আরো বলেন, ‘আমি নামাজে দাঁড়িয়েছিলাম। হঠাৎ খবর পেলাম তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর শুনে আমি তার বাসায় ছুটে যাই।’
এরশাদের অনুপস্থতিতে অন্য কাউকে দলের চেয়ারপারসনের দায়িত্ব দেয়া হবে কি না- রুহুল আমিনের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এ বিষয়টি নিয়ে চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আমি দলের চেয়ারম্যান আছি, থাকবো।’
র্যাবের একটি গাড়িতে করে এরশাদকে সিএমএইচ হাসপাতালে নেয়ার দীর্ঘক্ষণ পর বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে রুহুল আমিন হাওলাদার তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।
এর আগে জাতীয় পার্টির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, এরশাদের কোনো অসুস্থতা ছিল না। কেন তাকে হাসপাতালে নেয়া হলো সেটা পরিষ্কার না। তাকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ আগেও তার সঙ্গে আমার কথা হয়। আমি তার সঙ্গেই ছিলাম। তাকে আসলে কোথায় নেয়া হয়েছে সেটা পরিষ্কার না। শুনেছি তাকে সিএমএইচে নেয়া হয়েছে এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার এরশাদের সঙ্গে আছেন। আমরা টিভির খবরে দেখলাম তাকে সিএমএইচে নেয়া হয়েছে। এটি দেখে আমরা সিএমএইচে যাওয়ার চেষ্টা করলে আমাদের সেখানে ঢুকতে দেয়া হয়নি।
উল্লেখ্য, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে তার বারিধারার বাসা থেকে র্যাবের একটি গাড়িতে করে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাকে সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) নেয়া হয়।
তবে জাতীয় পার্টির কয়েকজন প্রত্যক্ষদর্শী নেতা-কর্মী জানান, এরশাদকে ধরে নিয়ে গেছে বিশেষ বাহিনীর কয়েকজন সদস্য। তাদের মধ্যে কয়েকজন তাদের পরিচিত বলেও দাবি করেন তারা।
তারা আরও জানান, এরশাদকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে গেলে সাদা পোশাকের ওই বিশেষ বাহিনীর সদস্যরা তাদের কিল-ঘুষি মেরে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বারিধারায় তার বাসভবন প্রেসিডেন্ট পার্ক থেকে র্যাব-১ এর একটি গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়।