বিনোদন ডেস্ক ॥ ছোট্ট এই জীবনে সত্যি সত্যিই কখনও এতোটা কাঁদেননি চিত্রনায়িকা মাহিয়া মাহি, যতটা তিনি কেঁদেছেন ‘ময়নামতি’ ছবির শুটিংয়ে একটি কান্নার দৃশ্য করতে গিয়ে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ময়নামতি’ ছবির একটি বিয়ের দৃশ্যে শুটিং করতে গিয়ে এ নায়িকা অনবরত কেঁদেছিলেন।
এ সময় যারা দৃশ্যটি ধারণ করছিলেন তাদেরও চোখে পানি চলে এসেছিলো বলে জানালেন মাহি। তিনি বলেন, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আমি আদরে আদরে বেড়ে উঠেছি। কখনও কোন কষ্ট পেতে হয়নি আমাকে। কিন্তু ছবির দৃশ্যে অভিনয় করতে গিয়ে এতো কাঁদতে হবে ভাবিনি কখনও। সত্যিই একটি অসাধারণ দৃশ্যে অভিনয় করেছি আমি। অনেক আবেগী এ দৃশ্যটি দর্শকের ভাল লাগবে।
মাহি জানান, এই দৃশ্যের শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ‘ময়নামতি’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী ও নাট্যাভিনেতা আনিসুর রহমান মিলন। ডিসেম্বরের একেবারে শেষপ্রান্তে ছবিটির শুটিং শেষ হবে।