বিনোদন ডেস্ক ॥ পর্ণতারকা ব্রেট রসি’র সাথে নতুন একটি রোমান্টিক সম্পর্কে জড়াতে যাচ্ছেন হলিউড অভিনেতা চার্লি শিন। এমনকি চার্লি জোর গলায় বলছেন, ব্রেট তার হৃদয়ের অর্ধেক অংশ।
৪৮ বছর বয়সী চার্লি তার বাগানবাড়ি ‘লস কেবস’ এ এই পর্ণতারকাকে চুমু দেয়ার পরই তার প্রেমে পড়ে গেছেন। খবর টিএমজেড.কমের।
চার্লি টুইটারে নিশ্চিত করেছেন তারা দুজন এখন প্রেম করছেন। দুজনের আলিঙ্গনরত একটি ছবিও সেখানে পোস্ট করেছেন তিনি, যার পাশে লেখা ছিল ‘ঈশ্বরকে ধন্যবাদ। এমন একটি মানুষকে উপহার পেয়ে আমি অনেক কৃতজ্ঞ।’
তিনি আরও লিখেছেন, ‘জীবনের দীর্ঘ ভ্রমণে আমি এমন একটি মানুষ খুঁজছিলাম, যে আমার হৃদয় এবং মস্তিষ্কের অর্ধাংশ। এখন আমি স্বয়ংসম্পূর্ণ।’ সূত্র: ইন্টারনেট।