স্পোর্টস ডেস্ক ॥ অস্ট্রেলিয়া সফর শেষে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলবে ইংল্যান্ড। আসন্ন সীমিত ওভারের ম্যাচে তাই দলের তিনজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান ও জেমস এন্ডারসনের।
বিষণ্নতা নিয়ে ইতোমধ্যে দেশে ফিরে যাওয়ায় দলে নেই জোনাথন ট্রটও। অ্যাশেজ সিরিজ শেষে অসিদের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে কুক বাহিনী।
ইংল্যান্ডের প্রধান কোচ এন্ডি ফ্লাওয়ার জানালেন, এই সিরিজ শেষেই ক্যারিবীয় সফরে যাবে দল। ঠাসা সূচি বলেই তিনজনকে বিশ্রামে রাখা হলো।
সিনিয়রদের বাইরে রাখায় সুযোগ মিলেছে মাইকেল কারবেরি, বয়েড রানকিন ও ড্যানি ব্রিগসের। টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন জেড ডার্নবাখ।
পারফরমেন্স প্রোগ্রামে অংশ নিতে এখন ব্রিসবেন ও পার্থে আছেন ব্রিগস, জোস বাটলার ও ক্রিস জর্ডান। রবি বোপারা ও ইয়ন মরগানও জায়গা পেয়েছেন। এই দুই খেলোয়াড় টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগে অংশ নিতে এখন অস্ট্রেলিয়ায়। দলের বাকি সদস্যরা ৮ জানুয়ারি যোগ দেবেন।
ওয়ানডে দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসন্যান, ড্যানি ব্রিগস, স্টুয়ার্ট ব্রড, জোস বাটলার (উইকেটরক্ষক), মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, ইয়ান মরগান, বয়েড রানকিন, জো রুট, বেন স্টোকস ও জেমস ট্রেডওয়েল।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসন্যান, ড্যানি ব্রিগস, জোস বাটলার (উইকেটরক্ষক), জেড ডার্নবাখ, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, মাইকেল লাম্ব, ইয়ন মরগান, বয়েড রানকিন, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।