বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গোটা বিশ্বের মহারথীদের শোকাবহ মিলনমেলায় রূপ নিচ্ছে জোহানেসবার্গ। নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠানে সারা বিশ্বের হাজার হাজার নেতা-ভক্ত-অনুরাগীদের অনেকেই ইতিমধ্যে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকায়।
বিশ্ব নেতাদের দীর্ঘ তালিকায় আছেন- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও স্ত্রী মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও সাবেক মহাসচিব কোফি আনান, কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোস ওলান্দ ও ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ এবং লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ, জার্মানির প্রেসিডেন্ট জোসেম গাউকে, জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার, স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এবং প্রিন্স ফিলিপ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, নামিবিয়ার প্রেসিডেন্ট হিফিকেপুনইয়ে পোহাম্বা, চীনের ভাইস প্রেসিডেন্ট লি ইয়ানচাও, প্যালেস্টাইন অথোরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসে, নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্স টিমারম্যানস এবং কিং উইলেম-অ্যালেকজান্ডার, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এবং ক্রাউন প্রিন্স হাকোন, ভ্যাটিকানের শীর্ষস্থানীয় কর্তাব্যক্তি কার্ডিনাল পিটার টার্কসন অব ঘানা, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা, ইউএস টকশো সেলিব্রিটি অপরাহ উইনফ্রে, ইউ টু গায়ক বুনো, ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেলসহ কে নেই এই কাতারে!
৯৫ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন দক্ষিণ আফ্রিকার এফএনবি স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে প্রয়াত এই বিশ্বনেতার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য। এখানেই শেষবারের মতো জনসমক্ষে এসেছিলেন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দেশের কোনো ব্যক্তিত্বের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে এতো বৃহৎ পরিসরে আয়োজন আর হয়নি আর। সূত্র: বিবিসি, রয়টার্স