স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ সারাদেশে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগে হরতাল অবরোধ চলছে। নির্দলীয় সরকার ও তফসিল প্রত্যাহারের দাবিতে ১৮ দলের তৃতীয় দফার তৃতীয় দিনের অবরোধের পাশাপাশি জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করায় আজ সোমবার দেশব্যাপী দলটি সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।
রোববার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের ডাক দেয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে ডা. শফিক বলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে হত্যার উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়। সরকারদলীয় লোক দ্বারা গঠিত তদন্ত কমিশন ও প্রসিকিউশন সেল পরিকল্পিতভাবে মিথ্যা কল্প কাহিনী রচনা করে ট্রাইব্যুনালে কাল্পনিক মিথ্যা সাক্ষী হাজির করে। ঘোষিত হরতাল কর্মসূচি পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
এদিকে শনিবার থেকে শুরু হওয়া ৭২ ঘন্টার অবরোধ বর্ধিত করা না হলে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে অবরোধ কর্মসূচি।
হরতালের সমর্থনে সোমবার সকালে সাড়ে ৭টায় যাত্রাবাড়ীতে মিছিল বের করে জামায়াত শিবির। এসময় পুলিশ টিয়ারশেল ছুঁড়ে তাদের ধাওয়া দিলে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় তারা একটি লেগুনায় আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
বাড্ডার নয়ানগর এলাকায় সকাল ৮টায় রাস্তায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক রাউন্ড গুলি করে। এসময় জামায়াত-শিবির কর্মীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুৃর করে এবং দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বারিধারার নর্দ্দা এলাকায় সকাল পৌনে ৯টায় কাঠের স্তুপে আগুন দিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে এসে জামায়াত শিবির কর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও গুলি ছোঁড়ে। এসময় উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।
এদিকে হরতালের সমর্থনে ছাত্রদল শনির আখরায় মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
পুরান ঢাকায় অবরোধের সমর্থনে ছাত্রদল, বাংলাবাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রশিবির। এছাড়া উত্তরা, রামপুরা, মহাখালীতে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল করেছে জামায়াত ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন।
এদিকে অবরোধ ও হরতালের সমর্থনে রাজশাহী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, নাটোর, চাঁদপুর, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ করেছে জামায়াত ও বিএনপি কর্মীরা। এসময় তারা সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, সড়ক ও গাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ বাধা দিলে হরতাল ও অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে।