স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সারাদেশে টানা ৭২ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির তৃতীয় দিন এবং জামায়াত ইসলামীর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে চলছে।
এদিকে অবরোধের তৃতীয় দিনেও রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ বাসটার্মিনাল থেকে সকাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অবরোধ ও হরতালের কারণে রাজধানীতে তুলনামূলক কম যানবাহন চলতে দেখা গেছে।
অবরোধ কর্মসূচির শুরু থেকেই বিভিন্ন স্থানে যেকোনো ধরনের নাশকতা এড়াতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মোতায়েন রয়েছে। জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি র্যাবের টহল দলও বাড়ানো হয়েছে।