স্পোর্টস ডেস্ক ॥ নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ যুবাদের সফর বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
রোববার দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিরাপত্তার কথা বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে বাংলাদেশের চলা সফর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তারা আরো বলেছে, তাদের অনূর্ধ্ব-১৯ দলের খোলোয়াড়রা যেখানে আছেন সেখানে অতিরিক্ত নিরাপত্তায় রয়েছেন।
এর আগে চট্টগ্রাম নগরীর হোটেল আগ্রাবাদের সামনে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটার দিকে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
এ সময় ওই হোটেলের ভেতরে অবস্থান করছিল ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির অজুহাত দেখিয়ে এ সফর বাতিল করা হলো।
এদিকে খেলোয়াড়দের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নিলেও তাদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হয়নি বা তারা কোনো বিপদেও পড়েনি বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এছাড়া রোববার সকাল থেকেই খেলোয়াড়দের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর আগে এ ঘটনায় রোববারের ম্যাচটি স্থগিত করা হয়। সোমবারে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সাত ম্যাচ সিরিজের এ সফরে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ্ব-১৯কে বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশের যুবারা।