কালিয়াকৈর প্রতিনিধি ॥ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের খলিসাজানি এলাকায় একটি মৎস খামারের জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলা ছাত্রদল নেতা মোতাহার হোসেনের বাম হাত কেটে দিয়েছে প্রতিপক্ষ শামসুল আলম।
স্থানীয় সুত্র জানায়, খলিসাজানি এলাকার আব্দুল আজিজ মাষ্টারের পুত্র উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাবের ছাত্র ও কালিয়াকৈর উপজেলা ছাত্রদল নেতা মোতাহার হোসেন ও আবুল হোসেনের পুত্র শামসুল আলম এর মধ্যে একটি মৎস খামারের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। গত ২৯ নভেম্বর সকালে শামসুল আলম ওই খামারের পানি ছেড়ে দিতে চাইলে মোতাহার বাধা দেয়। এ সময় শামসুল আলম ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপ দিয়ে মোতাহার হোসেনের বাম হাতের অধিকাংশ কেটে ফেলে। স্থানীয় লোকজন মোতাহার কে উদ্ধার প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।