বিনোদন ডেস্ক ॥ ‘জয় হো’ ছবিতে সালমান খানের বোনের চরিত্রে অভিনয় করছেন জেনেলিয়া ডি সুজা। তার চরিত্রটি খুব ছোট, তবে গুরুত্বপূর্ণ। ছবির শুরুর কয়েকটি দৃশ্যের পর তাকে মৃত দেখানো হবে। ‘জয় হো’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জেনেলিয়া এই ছবিতে অতিথি চরিত্রে কাজ করছেন। তার চরিত্রটি অনেক মজার।
তেলেগু ছবি ‘স্টালিন’-এর রিমেক ‘জয় হো’ ছবির অধিকাংশ দৃশ্যের শুটিং হয়েছে দুবাইতে। ছবিতে সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন সালমান। সোহেল খানের পরিচালনায় এই ছবিতে আরো অভিনয় করছেন টাবু, সানা খান, সুনিল শেঠি।
‘ফোর্স’, ‘জানে তু ইয়া জানে না’, ‘তেরে নাল লাভ হো গায়া’র মতো জনপ্রিয় ছবির নায়িকা জেনেলিয়া। গত বছর রিতেশ দেশমুখকে বিয়ে করার পর বলিউডে খুব একটা আলোচনায় ছিলেন না জেনেলিয়া। এ বছরের ১৫ আগস্ট জেনেলিয়ার ‘ইটস মাই লাইফ’ ছবিটি মুক্তি পায়। তবে বক্স অফিসে খুব একটা সাফল্য দেখাতে পারেনি ছবিটি।