বিনোদন ডেস্ক ॥ মানুষ চায় আমি মিসেস সালমান হই। এই দাবি করেছেন সুইডিশ গ্রিক মডেল ইল্লি আব্রাম। বিগ বস সেভেনের অন্যতম সুন্দরী প্রতিযোগী ছিলেন এই নারী। সম্প্রতি রিয়েলিটি শো থেকে বাদ পড়েন তিনি। তবে বাদ পড়ার পরও খুশি তিনি।
কারণ এখন অনেক বেশি স্বাধীনতা ভোগ করতে পারছেন তিনি। ২৫ অক্টোবর মুক্তি পায় তার প্রথম বলিউড ছবি ‘মাইকি ভাইরাস’। ছবিতে কাজ করার অভিজ্ঞতা ও বিগ বসের কাটানো দিনগুলো সম্পর্কে সম্প্রতি কথা বলেছেন ইল্লি।
ছবিটি মুক্তি পাওয়ার সময় বিগ বসের সেলিব্রেটি হাউজে বন্দী ছিলেন ইল্লি। তাই ছবির প্রিমিয়ার শোতে উপস্থিত থাকতে পারেন নি। “প্রিমিয়ারে যোগ দিতে না পারায় অবশ্যই আমার খুবই দুঃখ হয়েছে। কারণ এতে সবাই ছিল।কিন্তু বিগ বস আমার ক্যারিয়ারের অন্যতম একটা অভিযাত্রা ছিল। আমি এখন কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি।”
তিনি আরো বলেন, “আমি সচেতনভাবে আমি আমার ছবি বাছাই করতে চাই এবং বলিউডে শিগগির নিজের জায়গা করে নিতে চাই।”