বিনোদন ডেস্ক ॥ ক্যারিয়ারের দুই দশক পেরিয়ে গেলেও দুর্বার গতিতে ছুটে চলছেন চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে তার হাতে ৭টি চলচ্চিত্র রয়েছে। সম্প্রতি তিনি ২টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এগুলো হচ্ছে শিমুলের লিডারএবং ওমর সানির একটি আনটাইটেল ছবি।
মৌসুমী-সানির প্রযোজনা প্রতিষ্ঠান স্বাধীন প্রোডাকশন থেকে শিরোনামহীন এই ছবিটি নির্মিত হবে। মৌসুমী নিজেই ছবিটি নির্মাণ করবেন। এছাড়া তার অভিনীত এক কাপ চা ছবিটি মুক্তির মিছিলে রয়েছে।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে দেশীয় চলচ্চিত্রের সুদিন ফিরেছে। তাই এর ভিতকে মজবুত করতে পুনরায় এগিয়ে আসার বিকল্প নেই বলে আমি মনে করি।
সাধারণ একটি ছেলের ঘটনাচক্রে রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প নিয়েই লিডার ছবির পটভূমি গড়ে উঠেছে। এই ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন ফেরদৌস। গত মঙ্গলবার থেকে ফরিদপুরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। ফরিদপুর ও গোপালগঞ্জসহ দেশের বেশ কয়েকটি বিশেষ লোকেশন ও এফডিসিতে এর শুটিং শুরু হবে।
চিত্রনায়ক ফেরদৌস প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নিয়ামুল পরিচালিত বহুল আলোচিত ‘এক কাপ চা’তে মৌসুমী একজন লাইব্রেরিয়ানের চরিত্রে অভিনয় করেছেন।
মৌসুমী অভিনীত ও মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র ছিল মুস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা। ছবিটি গত সেপ্টেম্বরে মুক্তি পায়।
বর্তমানে নতুন বছরে তার পরিচালনায় তৃতীয় চলচ্চিত্রটির কাজ নিয়েই ভাবছেন বলে মৌসুমী জানিয়েছেন।