স্টাফ রিপোর্টারর ॥ আজ ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘এইচআইভি সংক্রমণ ও এইডস মৃত্যু: নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার।’
দিবসটি উপলক্ষে রবিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ উপলক্ষে বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর বাণীতে এইডস বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এর স্বাস্থ্যগত দিকের পাশাপাশি মানবিক, অর্থনৈতিক ও সামাজিক গুরুত্বের বিষয়টি তুলে ধরার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে আক্রান্ত ব্যক্তির প্রতি সামাজিক বৈষম্য রোধ, মৃত্যুহার হ্রাস ও এমডিজি-৬ অর্জনে কার্যকর উদ্যোগ নিতে দাতাগোষ্ঠীসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এদিকে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার কম হলেও ঝুঁকির বাইরে নয়। সরকারি হিসেবে এইচআইভি আক্রান্ত লোকের সংখ্যা ২০১২ সালের তথ্য অনুযায়ী ২,৮৭১ জন।
মানুষ এখন এইডস/এইচআইভি সম্পর্কে জানে। আগের মতো আলাপ-আলোচনায় নেই কোনো জড়তা। ফলে মানুষের মধ্যে এইডস রোগ ও এইচআইভি ভাইরাস আক্রান্ত হওয়ার কারণ বা ঝুঁকি সম্পর্কে সচেতনতা বেড়েছে; কিন্তু এর পরও অন্ধকারে রাখা হচ্ছে এসংক্রান্ত চিকিৎসা ব্যবস্থাপনা। ফলে এইচআইভিতে আক্রান্তরা দ্রুত এইডস রোগীতে পরিণত হচ্ছে।