বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১৮ দলের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের হামলা, গুলি এবং পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ৮জন নিহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন হলেন, হাবিবুর রহমান (৩০), ইসরাইল হোসেন (২৬), নিমাই নাথ (৪৮) ও মাহাবুল ইসলাম (৪০)জিল্লুর সরদার।
জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে বিএনপি-জামায়াত ও শিবির কর্মীরা মিছিল বের করে। এসময় পুলিশ মিছিলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ও শিবির কর্মী ইসরাইল হোসেন গুলিবিদ্ধ হন। পরে আহতদের আশঙ্কাজনক অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর বেলা ১১টা ২০মিনিটে শিবির কর্মী ইসরাইল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
একই সময় ককটেল বিস্ফোরণে এক পুলিশ কনেস্টবল আহত হয়েছেন। তবে আহত পুলিশ কনেস্টবলের পরিচয় জানা যায়নি। নিহত ইসরাইলের বাবার নাম শহিদুল ইসলাম। কোটচাঁদপুরের হরিন্দিয়া গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, শনিবার সকালে ১৮ দলীয় জোটের সমর্থকরা শহরে অবরোধ করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের এক কনেস্টবল আহত হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে।
এছাড়া, শনিবার রাত ৮ টার দিকে রাজধানীর মালিবাগ এলাকায় একটি বাসে পেট্রোলবোমা হামলায় হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় মহিউদ্দিন (৩৫), রেজাউল করিম (৪০) ও গোলাম কিবরিয়া (৪৫) নামে ৩ ব্যক্তি গুরুরত আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮ টার দিকে মালিবাগ আবুল হোটেলের পাশে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায।
পরে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অপর একটি বাসের সাথে ধাক্কা লেগে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে অজ্ঞাতনামা এক ব্যক্তির বাম হাত ছিড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহতদের উদ্ধারের পর স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম কিবরিয়া নামে এক ব্যক্তি মারা যান।
এছাড়া, পাবনায় ঈশ্বরদী – ঢাকা মহাসড়কে একটি ট্রাক সরাসরি অবরোধকারীদের মিছিলে চাপা দিলে ঘটনাস্থলেই মাহবুল ইসলাম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়। শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে স্থানীয় চাঁদ আলী মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার পরেই মিছিলকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ট্্রাকটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এরপর দু‘পাশের অসংখ্য গাছ কেটে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার জানান, একটি ট্রাকের বিপরীত দিক থেকে এসে একজন মিছিলকারীকে চাপা দেয়। এতে যুবদলকর্মী মাহবুবুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া, শনিবার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধারমানিক দরগাহ এলাকায় অবরোধ সমর্থকরা একটি ট্রাক ধাওয়া করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফুটপাতে নিমাই নাথকে চাপা দেয়।
এতে তিনি ঘটনাস্থলই মারা যান। তবে পুলিশ এ ঘটনাটিকে দুর্ঘটনা বলে জানিয়েছে। নিহত নিমাই নাথের বাড়ি কেরানীর হাট এলাকায় বলে জানা গেছে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দ্বিতীয় দফায় টানা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। আর এই অবরোধের প্রথম দিনেই সারাদেশে ৪ জন নিহত হয়েছে।