জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবরিন জাহান (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাবরিন জাহান বগুড়ার জেলার কাহালু থানার কচুয়া গ্রামের হামিদুর রহমানের মেয়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সাবরিন ও তার এক বান্ধবি রিকশায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে একটি স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়েন সাবরিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশা সাবরিনকে চাপা দেয়।
গুরুতর আহত সাবরিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার বান্ধবী শিমু (চারুকলা ২য় র্বষ) প্রাথমিক চিকিৎসায় সুস্থ রয়েছেন।