বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গবেষকরা দাবি করেছেন, প্রযুক্তির প্রতি অতিরিক্ত ‘প্রেমের’ কারণে ব্রিটেনের নাগরিকদের মধ্যে বাস্তব যৌনকর্ম আগের তুলনায় কমে যাচ্ছে। চিকিৎসাবিষয়ক বিখ্যাত সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগের পরিসংখ্যান অনুযায়ী ১৬ থেকে ৪৪ বছরের বয়সসীমার নাগরিকরা প্রতি মাসে পাঁচ বারের কম যৌনসংগম করতো। বর্তমানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে সার্বিকভাবে এ সংখ্যা মাসে তিন বার। ২০০০ সাল থেকে ২০ শতাংশ কমেছে এ সংখ্যা।
গবেষকরা এজন্য কয়েকটি তত্ত্বের কথা বলছেন। একটি হচ্ছে, একত্রে বসবাস কমেছে। একজনের পরিবার বাড়ছে। এর সঙ্গে রয়েছে অর্থনৈতিক মন্দা। বেকারত্বের কারণে আত্মবিশ্বাসের ঘাটতি ও হতাশার কারণে তরুণদের মধ্যে যৌনচর্চা কমে যাচ্ছে।
তবে অর্থনৈতিকভাবে সমস্যায় না থাকলেও যারা যৌনচর্চায় কম উৎসাহী থাকছে, তাদের কারণ প্রযুক্তি। মধ্যরাতেও তারা স্মার্টফোনে ব্যস্ত। অফিসের কাজ আর বেডরুমের দায়িত্ব একাকার হলে জটিলতা বাড়াই স্বাভাবিক। এছাড়া অনলাইনের কারণে দম্পতিদের অন্তরঙ্গতা হুমকির মুখে। যৌনবিষয়ে আগ্রহের জন্য প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট থাকায় এই সংকট আরো তীব্র হচ্ছে। ভার্চুয়াল চর্চা বেশী হওয়ায় বাস্তব চর্চা মারাত্মক কমে যাচ্ছে। যা গবেষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।
নতুন প্রজন্মের তরুণরা স্মার্টফোন মাধ্যমে যাবতীয় তৎপরতায় ডুবে থাকছে। যৌনচর্চার ক্ষেত্রেও এর প্রতি তাদের নির্ভরশীলতা বাড়ছে আশঙ্কাজনক হারে।