টেকনোলজির কারণে যা হারিয়ে যাচ্ছে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টেকনোলজি আমাদের জীবন দিন দিন বদলে দিচ্ছে। একসময়ের খুব সাধারণ কিছু ব্যাপার কখন যে টেকনোলজির কারণে হারিয়ে গেছে আমরা তা টেরও পাইনি। ফটোগ্রাফ প্রিন্টিং বা পাবলিক টেলিফোনের ব্যবহার, এমন অনেক কিছুই রয়েছে যা আজ নতুন টেকনোলজির কারণে হারিয়ে গেছে। সম্প্রতি ৩ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর টেকনোলজির প্রভাব বিষয়ক একটি পরীক্ষা চালানো হয়েছে, যেখানে দেখা গেছে ট্রাভেল এজেন্টদের প্রয়োজন কমে গেছে। এখন মানুষ ছবি প্রিন্ট না করে ওয়েবসাইট বা যে কোনো স্টোরেজ ডিভাইস বা ল্যাপটপে সংগ্রহ করে রাখতে পছন্দ করে। ক্যাসেট তো সেই কবেই মানুষ ভুলে গেছে। সিডির ব্যবহারও এখন আর আগের মতো নেই। পেপার বা ডকুমেন্ট আদান-প্রদানে পোস্টের বদলে ই-মেইলের প্রচলন খুব বেশি দেখা যায়। এরকম অনেক বিষয় আছে যেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে। এ ব্যাপারে অনলাইন ব্যাকআপ বিশেষজ্ঞ ক্লাইয়ার জাইলস বলেন, ‘আমরা যতই ডিজিটাল ওয়ার্ল্ডের দিকে এগিয়ে যাব, তত আমাদের জীবনের ঐতিহ্য হারিয়ে যাবে।’

যেসব জিনিস আমরা টেকনোলজির কারণে হারিয়ে ফেলছি তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও এর সবই আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে এখনও সত্যি নয়, কিন্তু পুরো বিশ্বে আস্তে আস্তে এ পরিবর্তনগুলো আসছে। ভবিষ্যতে আরও কী হারিয়ে যায়, সেটিই এখন দেখার বিষয়।

১. মুভি শো’র সময় জানার জন্য সিনেমা হলে কল করা, ২. ট্রাভেল এজেন্টসের কাছে গিয়ে ছুটিতে ঘুরতে যাওয়ার প্লান করা, ৩. ভিএইচএসের মাধ্যমে ভিডিও রেকর্ড করা, ৪. ডিরেক্টরিতে কল করে ফোন নম্বর জানা, ৫. পাবলিক টেলিফোন ব্যবহার করা, ৬. ফোনে টিকিট বুক করা, ৭. ছবি প্রিন্ট করা, ৮. শপ উইন্ডোতে ক্লাসিফাইড অ্যাড রাখা, ৯. স্পিকিং ক্লক ব্যবহার করা, ১০. সিডি প্লেয়ার নিয়ে চলাফেরা করা, ১১. চিঠি হাতে লেখা, ১২. ডিস্পোজেবল ক্যামেরা কেনা, ১৩. পে ফোনের জন্য অনেক পরিবর্তন করা, ১৪. অ্যাড্রেস বুক ব্যবহার করা, ১৫. পোস্ট অফিসে বিল দেয়া, ১৬. ভ্রমণের আগে ম্যাপ দেখে নেয়া, ১৭. বিভিন্ন কালারের ফিতা ব্যবহার করা, ১৮. পে ফোনে রিভার্স চার্জ করা, ১৯. ব্যবসা পরিচালনার জন্য ব্যাংক বা বিলদিং সোসাইটিতে যাওয়া, ২০. টিভি লিস্টিং থেকে পণ্য কেনা, ২১. নিজের জ্ঞানকোষ রাখা, ২২. কার ট্যাক্সের জন্য পোস্ট অফিসে ভিড় করা, ২৩. ছবি ফিল্ম থেকে ডেভেলপ করা, ২৪. ইয়োলো পেজের হার্ড কপি পড়া, ২৫. ডিকশনারিতে শব্দ খোঁজা, ২৬. ফোন নম্বর মনে রাখা বা ফোন বুক ব্যবহার করা, ২৭. ভিডিও দেখা, ২৮. চিঠি বন্ধু বা পেন ফ্রেন্ড থাকা, ২৯. টেলিফোন ডিরেক্টরি ব্যবহার করা, ৩০. বই ব্যবহার করা, ৩১. ফ্যাক্স করা, ৩২. সিডি কেনা বা কালেকশন করা, ৩৩. চেক ব্যবহার করে পে করা, ৩৪. ছবির অ্যালবাম তৈরি করা, ৩৫. লাইভ সময়ে প্রোগ্রাম দেখা, ৩৬. বাসায় স্থায়ী ফোন নেয়া, ৩৭. চুলায় দুধ বা গরম কোনো ড্রিংকস গরম করা, ৩৮. দূর পথ পাড়ির সময় একাধিক পাদুকা সঙ্গে নেয়া, ৩৯. কাপড় নিজ হাতে কাচা, ৪০. ট্রেডিং পেপার ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া, ৪১. প্রেমপত্র হাতে লেখা, ৪২. নিজ হাতে রচনা লেখা, ৪৩. বিশেষ কারণ ছাড়া কোনো কারণে ফুল কেনা, ৪৪. নিজে থেকে কোনো শব্দ উচ্চারণ করার চেষ্টা করা, ৪৫. ব্যক্তিগত ডায়েরি ব্যবহার করা, ৪৬. পোস্ট কার্ড ব্যবহার, ৪৭. পত্রিকা কেনা, ৪৮. ঠাণ্ডার সময় হাত ধোয়া, ৪৯. ব্যাংক স্টেটমেন্ট বা বিলের প্রিন্ট কপি রাখা, ৫০. কার বুট সেল পরিদর্শন করা।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫