স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনের আগে রাজনৈতিক সমঝোতা হলে পুনঃতফসিল ঘোষণাতেও প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বিকালে ইসি কার্যালয় থেকে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে একথা বলেন। আগামী সংসদ নির্বাচনের আগে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয় তাহলে প্রয়োজনে ঘোষিত তফসিলে পুনঃতফসিল করা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন- সমঝোতা হলে সব ধরনের সুযোগ রয়েছে। গত ২৫শে নভেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান সিইসি। এদিকে দুপুরে নির্বাচন কমিশনার জাবেদ আলী বলেন, আমরা মনে করি সব দল নির্বাচনে এলে আমাদের জন্য কাজ করা সহজ হবে। আমরা আশা করি, সব দল নির্বাচনে আসবে।
আমাদের আহ্বান অব্যাহত থাকবে। বিরোধী দলের হরতাল-অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, আমাদের প্রয়োজনীয় উপকরণ ও দ্রব্যাদি বহনে সমস্যা হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। আগুন দেয়া বা অন্য কোনভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিতে পারবে। এব্যাপারে বিদ্যমান ফৌজদারি আইনেই বিচার হবে। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের বিষয়ে এই কমিশনার বলেন, নির্বাচনে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ধরনের প্রভাব ফেললে কমিশন অবশ্যই সেখানে হস্তক্ষেপ করবে।
সোমবার দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহসহ অন্যদের গ্রেপ্তারের ঘটনাকে সরকারের ‘রুটিন ওয়ার্ক’ বলে অভিহিত করেন জাবেদ আলী। এ গ্রেপ্তারের সঙ্গে নির্বাচন কমিশনের কোন সম্পর্ক নেই বলেও জানান তিনি। মনোনয়নপত্র জমাদানে সময় কম জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের এই মন্তব্যের বিষয়ে তিনি বলেন, সাত দিন মনোনয়নপত্র জমাদানের জন্য যথেষ্ট সময়। এর আগেও এই রকম সময় দিয়ে নির্বাচন হয়েছে।