স্পোর্টস ডেস্ক ॥ ওয়ালটন ফেডারেশন কাপের হাইভোল্টেজ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে আবাহনী। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জয় লাভ করে আকাশী-নীল জার্সিধারীরা। শুরু থেকেই আক্রমন-পাল্টা আক্রমণে ম্যাচ শুরু হয়। যদিও খেলার দশ মিনিটে এগিয়ে যায় আবাহনী।
খেলার ১০ মিনিটে ডান প্রান্ত থেকে তৌহিদুলের করা ফ্রিকিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রুইজ রুমালো ডি কেস্ট্রোর মাথায় পড়লে তিনি কোনাকোনি হেডে গোল করে মোহামেডানের গোলরক্ষক মামুন খানকে বোকা বানান (১-০)। আচমকা গোল হজম করে ঘুরে দাড়ায় সাদা কালোরা।
এসময় তারা আবাহনীর সীমানায় বেশ কটি জোড়ালো আক্রমণ চালায়। ১৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিলো মোহামেডানের। কিন্তু ডি বঙের ভেতর জাহিদর পাস থেকে এমিলির শট গোলরক্ষক সোহেলের পায়ে লেগে বাইরে চলে যায় । ১৯ মিনিটে আরো একটি গোলের সুযোগ হাতছাড়া হয় সাদা কালোদের।
এমিলির পাস থেকে ডি বক্সের ভেতর চার্লসের শট সাইডবার ঘেষে চলে যায়। ৪৫ মিনিটে ডান প্রান্ত থেকে চার্লস থ্রু দেন ইমনকে। আবাহনীর ডি বক্সের ভেতরে ইমন শট নিলে বল গোলরক্ষক সোহেলের গায়ে লেগে ফেরত আসে। ফিরতি বলে চার্লস শট নিতে ব্যর্থ হলে সহজ সুযোগ হারায় মোহামেডান। এক গোলে এগিয়েই বিরতীতে যায় আবাহনী।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরো আক্রমনের ধার বাঁড়ায় সাদাকালো জার্সিধারীরা। ৬০ মিনিটের আবারো ব্যর্থ মোহামেডান। জাহিদের পাস থেকে এমিলি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি এমিলি। ৬২ মিনিটে মরিনহো আবাহনীর পক্ষে দ্বিতীয় গোল করা থেকে বঞ্চিত হন।
মোহামেডানের গোলরক্ষক মামুন খানকে ডি বক্সের ভেতর একা পেয়েও আবাহনীকে এগিয়ে নেওয়ার সুযোগ বঞ্চিত করেন ঘানাইয়ান এ খেলোয়াড়।
৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে আবাহনী। তৌহিদের শট মরিসনের পায়ে লেগে ফিরে আসলে আবারো শট নেন মরিসন। দ্বিতীয় বারের সুযোগে কাজে লাগিয়ে গোল করেন মরিসন।