বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সাইকেল আরোহীদের দুর্ঘটনা রোধে দুই সুইডিশ উদ্ভাবক অদৃশ্য এক হেলমেট তৈরি করেছেন। হেলমেটটির নাম ‘হোভডিং। এটি হ্যারিপটারের কোনো অদৃশ্য আলখাল্লা কিংবা কোনো প্লাস্টিকের জাদু নয়। সাধারণত হেলমেটটি দেখতে একটি মোটা বন্ধনী বা একটি শীতের ভারী জ্যাকেট কিংবা একটি এয়ারব্যাগের মতো। যখন সাইকেল আরোহী কোনো দুর্ঘটনায় পড়বেন, তখন গাড়ির ধাক্কায় হেলমেটটি নিজে নিজেই খুলে যাবে। দুর্ঘটনার হাত থেকে আরোহীকে রক্ষায় বিরাট ভূমিকা পালন করবে হোভডিং।
নড়াচড়া শনাক্ত করার জন্য অদৃশ্য এই হেলমেটটিতে ব্যবহার করা হয়েছে বারবার চার্জ করা যায় এমন ব্যাটারিচালিত অ্যাক্সেলেরোমিটার এবং জাইরোস্কোপ। হেলমেটটির ওজন দেড় পাউন্ড। শেল বা আবরণ ছাড়া এয়ারব্যাগ একটি ঠান্ডা হিলিয়াম ইনফ্লেটরের মধ্যে অবস্থিত হয়ে ধারকের মধ্য দিয়ে বন্ধনীর ভেতর চালিত হয়। মোটরসাইকেলের হেলমেটে যদিও একইভাবে ইনফ্লেটর যুক্ত থাকে, কিন্তু এই হেলমেট শুধু সাইকেলের জন্য তৈরি করা হয়েছে।
অদৃশ্য এই হেলমেটটি একটি ব্ল্যাক বক্সও ধারণ করবে, যা দুর্ঘটনার আগের ১০ সেকেন্ডে সাইকেল আরোহীর নড়াচড়ার তথ্য সংগ্রহ করবে।
যখন সাইকেল আরোহী দুর্ঘটনায় পড়তে যাবে, তখন অদৃশ্য এই হেলমেটটি সেই তথ্য ব্ল্যাক বক্সে পাঠাবে। হেলমেটটির দাম ধরা হয়েছে প্রায় ৬০০ ডলার। হেলমেটটি শুধু একজনের ব্যবহারের জন্য।