বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বান্দরবানের দূর্গম পাহাড়ে একবেলা খাবার যোগাতে যখন লড়াই করতে হয় তখন পাঠাগারে বসে পড়াশোনা করাটা যেন স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্ন এখন হাতে ধরা দিয়েছে উত্তম, রিংঠু বা মায়েচেংদের কাছে।
সুবিধা বঞ্চিত আদিবাসী শিক্ষার্থীদের জীবনে আর্শিবাদ হয়ে এসেছে উপাসক হোস্টেল। ৫০ আদিবাসী শিক্ষার্থীদের বিনা খরচে থাকা-খাওয়ার পাশাপাশি পড়াশোনার সুযোগ করে দিয়েছে হিউম্যানিটারিয়ান ফাইন্ডেশন নামের একটি সংগঠন। তারা এখন স্বপ্ন দেখছেন জীবন যুদ্ধে জয়ী হবার।
শিক্ষার্থীরা বলেন-খাতা কলম থেকে শুরু করে পোষাক, স্কুলের বেতন, সাইকেল , কম্পিউটার পাচ্ছেন। পাঠ্য বই এর পড়াশোনা ছাড়াও দেয়া হচ্ছে তথ্য প্রযুক্তির যাবতীয় জ্ঞান। পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও এগিয়ে যাচ্ছে। যাতায়াতের জন্য আছে সাইকেলের ব্যবস্থাও।
হিউম্যানিটারিয়ান ফাইন্ডেশন এর নির্বাহী পরিচালক মং মং সিং বলেন, আদিবাসী এই সব শিক্ষার্থীদের উন্নত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চারও অগ্রাধীকার দেয়া হচ্ছে। বেশি গুরুত্ব দেয়া হচ্ছে তথ্য প্রযুক্তিতে।
অপরদিকে বান্দরবান এর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ আলী বলেন, এই উদ্যোগ নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জীবনের সাথে প্রতি মুহূর্তে লড়াই করা শিশুরা লেখা পড়া শিখে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।