স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। দেশের এই সংকটের সব দায়দায়িত্ব সম্পূর্ণরূপে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মšত্মব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, সাংবিধানিক বিশেষজ্ঞ, আইনি বিশেষজ্ঞ, এমিকাসকিউরি সকলের মতামত উপেক্ষা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনী বাত্মবায়ন করেছে। তাই তাদের কারণেই দেশে এই সংকট দেখা দিয়েছে। বিবিসিকে তিনি এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই অনুযায়ী ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২ ডিসেম্বর এবং মনোনয়ন পত্র বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই তফসিল প্রত্যাখ্যান করে সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার ভোর ৬ থেকে ৪৮ ঘন্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে।
শমসের মবিন বলেন, তফসিল ঘোষণাটি সরকারের পক্ষ থেকে আরেকটি উস্কানিমূলক কাজ। তারা চায় না বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সরকার তার নীল নকশা অনুযায়ী যাতে নির্বাচন করতে পারে সেই চেষ্টাই করছে। কিন্তু তা বা¯ত্মবায়ন হবে কিনা সময়ই বলে দেবে। দেশের জনগণের, আšত্মর্জাতিক মহলের উদ্বেগ ও উৎকন্ঠাকে উপেক্ষা করে তারা এই সিদ্ধাšত্ম নিয়েছে। গণতন্ত্রকে আজ তারা অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।
তিনি আরো বলেন, আমরা শুরু থেকেই সংলাপের মাধ্যমে সমাধানের কথা বলছি। কিন্তু সরকার কখনই আšত্মরিকতা দেখাইনি। কোনো কারণ ছাড়াই বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহকে গ্রেফতার করে তারা আবারো উস্কানিমূলক কাজ করল।
বিএনপি একটি গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার পক্ষে বিএনপি। সকল দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচনের প্রত্যাশা জনগণের। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে তাহলে সরকার এই উস্কানিমূলক পদ থেকে সরে দাঁড়াবে এবং আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবে।