বিনোদন ডেস্ক ॥ সালমান খানকে সচরাচর বলিউডের সবচেয়ে রাফ অ্যান্ড টাফ পুরুষ হিসেবেই ধারণা করা হতো এতদিন। প্রতিটি ক্ষেত্রে এমনটাই দেখে আসছে সালমান ভক্তরা।
কিন্তু হালে রোমানিয়ান প্রেমিকা লুলিয়ার প্রেমে এতটাই মত্ত হলেন যে, তাকে প্রেমিকার বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করতে দেখা গেছে।
বিশ্বাসযোগ্য না হলেও কথাটি সত্য। সোহেল খানের ‘জয় হো’ ছবির শুটিংয়ে গেল সপ্তাহ থেকেই রোমানিয়ায় আছেন সালমান। শুটিং নিয়েই ব্যস্ততা গেছে গত কয়েকদিন। কিন্তু গত পরশু হঠাৎই লুলিয়ার বাড়ির সামনে অনেকক্ষণ যাবৎ পায়চারী করতে দেখা গেছে সালমানকে।
সালমান প্রতীক্ষায় থাকবেন প্রেমিকার, এটা বিশ্বাস করা কষ্টকর হলেও হালে প্রমাণ হলো কথাটি সত্য। বিশেষ করে এতদিন যাবৎ লুলিয়ার সঙ্গে প্রেমের বিষয় এবং লুকিয়ে লুকিয়ে অভিসারে যাওয়ার বিষয়টি চেপে গেলেও এখন আর সে মুখ রক্ষা হলো না সালমানের। সালমানের শুটিং স্পটের একটি সূত্রও বিষয়টির সত্যতা স্বীকার করে।