বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিশ্ববিদ্যালয় অচল রয়েছে। অবরুদ্ধ রয়েছেন দুই প্রো-ভিসি। সমস্যা সমাধানে তাদের এখতিয়ার না থাকায় অসহায় তারা। এমন অবস্থায় গতকাল দ্বিতীয় দফায় নিজের ছুটি বাড়িয়ে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন। আরও চারদিন ছুটিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে বুধবার ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা না করেই তিন দিনের ছুটিতে যান তিনি। ফলে প্রেসিডেন্টের নির্দেশনা অনুসারে দ্রুত প্যানেল নির্বাচনের কোন লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ‘শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’। বুধবার কয়েক শ’ শিক্ষক-শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে ভিসির পদত্যাগ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে।
মেডিকেল ছুটিতে গেলেও ভিসি মো. আনোয়ার হোসেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস নিয়েছেন বলে শিক্ষকরা জানিয়েছেন। আন্দোলনের ভয়ে তিনি ছুটি বৃদ্ধি করেছেন- এমন অভিযোগ করেছেন শিক্ষকরা। এদিকে, অচলাবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের সর্বত্র। টানা চতুর্থ দিনের মত বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। পঞ্চম দিনের মত নিজ কার্যালয়ে অবস্থান করেছেন দুই প্রো-ভিসি। তবে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রত্যাহার করায় মুক্তি পেয়েছেন রেজিস্টার আবু বকর সিদ্দিক। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্য সচিব জানান, আমরা আচার্যের নির্দেশনা অনুয়ায়ী অনতিবিলম্বে প্যানেল নির্বাচন চাই। প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব। বর্তমানে ভিসির দায়িত্বে রয়েছেন প্রো-ভিসি এম এ মতিন।
তার সিদ্ধান্ত এখন বিশ্ববিদ্যালয়কে সচল করতে পারে। দায়িত্বে থাকা প্রো-ভিসি এম এ মতিন জানান, শিক্ষকরা দাবি করছেন শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করা। আমি তাদের দাবি পূরণ করেছি। এখন তারা নতুন দাবি তুলেছেন। ভিসির অনুপস্থিতিতে আমার কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নেই। প্যানেল নির্বাচন সংক্রান্ত প্রেসিডেন্টের নির্দেশনা নিয়ে ভিন্নমত সৃষ্টি হয়েছে। এর সুনির্দিষ্ট ব্যাখ্যার জন্য আমরা তার কাছে চিঠি পাঠিয়েছি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে নির্দেশনার ব্যাখ্যা আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারব।