জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ সীতাকুণ্ডে ও মিরসরাইয়ে জামায়াতের দুই নেতাকর্মী খুনের প্রতিবাদে দলটির ডাকে বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
রবিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।
হরতালে দূরপাল্লার কোনো যানবহন চলাচল করছে না। অভ্যন্তরীণ রুটে কিছু হালকা যান দেখা গেছে। দোকান-পাটও বন্ধ রয়েছে। লোকজনের চলাচল সীমিত।
পুরো নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত নগরীর কোথাও থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রাইমারি ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা হরতালের আওতামুক্ত রয়েছে।
হরতালের সমর্থনে সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে হরতাল সমর্থকরা বিক্ষোভ করেছে। বেশ কয়েকটি জায়গায় পিকেটিংয়ের সময় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সকালে হরতালের সমর্থনে নগরীর আকবর শাহ এলাকায় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি এমএইচ সোহেলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের স্কুল সম্পাদক নূরুল আলম ও প্রচার সম্পাদক জামিল আব্দুল্লাহ।
এছাড়া নগরীর ডাবলমুরিং, পাহাড়তলি, নগরীর ইপিজেট ও হালিশহর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।
গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ জেলা জামায়াতের যৌথসভা শেষে এ হরতাল কর্মসূচি দেয়া হয়। জামায়াত নেতারা জানান, সীতাকুণ্ড ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম এবং মিরসরাইয়ে জামায়াতকর্মী জসীম উদ্দিন হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।