বিনোদন ডেস্ক ॥ আশপাশের সবাইকে চমকে দিলেন সোনাক্ষী সিনহা। কলকাতার রাস্তা ধরে চলতে চলতে হঠাৎই গাড়ি থেকে নেমে ফুটপাথে দাঁড়িয়ে পড়লেন তিনি। এরপর শুরু করলেন পছন্দের জামা কেনা। এমন দৃশ্য দেখে যে কারও চমকে যাওয়ারই কথা।
কারণ, এ সময় বলিউডে ঝড় তোলা নায়িকাদের একজন সোনাক্ষি। আর সেই হিট নায়িকা কিনা মেগা শপিংমল বাদ দিয়ে কাপড় কিনছেন ফুটপাথ থেকে। ঘটনাটি খুলেই বলা যাক। আর কিছু দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সাইফ আলি খানের বিপরীতে সোনাক্ষি সিনহার নতুন ছবি ‘বুলেট রাজা’।
এ ছবির জন্যই দিন কয়েক আগে কলকাতার ফুটপাথে ঘুরে এ নায়িকা কিনে নিয়ে গেলেন বেশ কিছু জামা। ‘দাবাং’ গার্লের এহেন সহজ সরল মানসিকতায় বেশ চমকে যান শহরের দোকানদার ও পথচলতি মানুষের দল। কারণ, যে কোন একটা দোকান থেকে কেনাকাটা করে থেমে যাননি সোনাক্ষি। বেশ অনেক ঘুরে, নিজের চরিত্রের সঙ্গে মানানসই হবে এমন কিছু পোশাক বেছে বেছে কেনেন তিনি।