বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জেনেভায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনা আরো এগিয়েছে বলে জানিয়েছেন ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, শুক্রবারের চেয়ে শনিবার ভালো আলোচনা হয়েছে। তবে, চূড়ান্ত চুক্তির জন্য আরো সময় লাগতে পারে। সেক্ষেত্রে আলোচনা গড়াতে পারে পঞ্চম দিনে।
তিনি বলেন, আজ তারা চুক্তির বিষয়বস্তু লেখা নিয়ে ব্যস্ত রয়েছেন যাতে দু’পক্ষ ভারসাম্যপূর্ণভাবে তা বাস্তবায়ন করতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের পর আব্বাস আরাকচি এসব কথা বলেন।
আজ রাতের মধ্যে দু’পক্ষ চুক্তি পৌঁছাতে পারবে কিনা -এমন প্রশ্নের জবাবে আব্বাস আরাকচি বলেন, এটি এখনো স্পষ্ট নয়। তিনি জানান, এখনো দু’পক্ষের মধ্যে কিছু মতপার্থক্য রয়ে গেছে।
এদিকে চূড়ান্ত চুক্তিতে না পৌঁছানোর বিষয়ে ইরানকে দোষারোপ করে পশ্চিমা গণমাধ্যম যেসব খবর প্রচার করছে তার সমালোচনা করেছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। তিনি বলেন, পশ্চিমা গণমাধ্যমের এ ধরনের একপেশে চিত্র দেখে আমরা সত্যিই উদ্বিগ্ন। তিনিও জানান, ইরান ও ছয় জাতিগোষ্ঠী চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে তবে কিছু বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।