জেলা প্রতিনিধি, সিলেট ॥ সিলেটের প্রবাসীদের বিনিয়োগে স্থাপিত আরেকটি নতুন বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাচ্ছে আগামী ডিসেম্বর মাসে। ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩৫ কোটি টাকা। বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেড নামক কোম্পানি চট্টগ্রামের পতেঙ্গায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। এর আগে প্রবাসীদের অর্থায়নে একই প্রতিষ্ঠান সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেড প্রবাসীদের বিনিয়োগে দেশে প্রথম বিদ্যুৎকেন্দ্র স্থাপনকারী প্রতিষ্ঠান। ২০০৯ সালের ২৪ অক্টোবর ওই কোম্পানী সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত তাদের প্রথম বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করে।
এরপর থেকে তারা নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করে যাচ্ছে। প্রবাসী বিনিয়োগে দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয়া হয় চট্টগ্রামের পতেঙ্গায়। ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্রটির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স এর চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী জানান, বারাকা-পতেঙ্গা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির কাজ আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে শেষ হবে। এরপর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম রাব্বানী চৌধুরী জানান- বিশ্বব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইপিএফএফ ফ্যাসিলিটির আওতায় বার্ষিক শতকরা খওইঙজ(এলআইবিওআর)+৩.৩% সুদে বারাকা-পতেঙ্গা পাওয়ার লিমিটেডে ২৩.০৩ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। দেশে এই প্রথম বাংলাদেশ ব্যাংক কোন আইপিএফএফ প্রজেক্টে সরাসরি বৈদেশিক মূদ্রায় অর্থায়ন করেছে বলে জানান তিনি।
এদিকে, শনিবার বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিক্স লিমিটেডের ৬ষ্ট বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি সচিব মো. মনিরুল ইসলামের পরিচালনায় সাধারণ সভায় শতকরা ৫% স্টক লভ্যাংশ ও শতকরা ১০% নগদ লভ্যাংশ প্রস্তাব ও অনুমোদন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আহসানুল করিম, নান্নু কাজী মোহাম্মদ মিয়া, প্রকৌশলী খিজির খান, অধ্যাপক ড. তোফায়েল প্রমুখ।