জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥ ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন গত ২৮ অক্টোবর নোয়াখালীর চাটখিল বাজারে ১৮ দলের নেতা কর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে গুলিবিদ্ধ শিবির কর্মী মাহমুদুল হোসাইন নিহত হওয়ার প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্রশিবির।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিহত শিবির কর্মী মাহমুদুল হোসাইনের জানাজা শেষে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য জাকির হোসেন সেলিম এ হরতালের ডাক দেন।
নোয়াখালী শহর শিবিরের সভাপতি নেয়ামত উল্ল্যাহ সাকের রবিবার নোয়াখালীতে অর্ধদিবস হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন গত ২৮ অক্টোবর নোয়াখালীর চাটখিল বাজারে ১৮দলের নেতা কর্মীদের সাথে আওয়ামীলীগ ও পুলিশের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে মাহমুদুল হোসাইন গুলিবিদ্ধ হয়। পরে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।