বিনোদন ডেস্ক ॥ বলিউডে খানদের প্রথম প্রজন্ম-শাহরুখ, সালমান, আমির আর সাইফ সবার সঙ্গেই অভিনয় করেছেন তিনি, এমনকী নতুন প্রজন্মের ইমরান খানের সঙ্গেও কারিনা কাপুর অভিনয় করেছেন দুটি সিনেমায়।
পতৌদির নতুন বেগমের এখন ইচ্ছা, খানদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমির খানের কনিষ্ঠ পুত্র আজাদের সঙ্গেও অভিনয় করার! ‘গোরি তেরি পেয়ার মে’ সিনেমার প্রচারণায় এক সংবাদ সম্মেলনে কারিনা বলেন, ‘আমি সব খানদের সঙ্গেই একাধিক সিনেমায় কাজ করেছি। ইমরানের সঙ্গেও ‘গোরি তেরি পেয়ার মে’ আমার দ্বিতীয় সিনেমা। আশা করছি কনিষ্ঠতম খান আজাদের সঙ্গেও কাজ করার সুযোগ পাব!
ইমরান খানের বিপরিতে ‘গোরি তোরি পেয়ার মে’ সিনেমায় কারিনা একজন সমাজমেবীর ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটি সম্পর্কে কারিনা বলেন, প্রকাশ ঝা পরিচালিত ‘সত্যাগ্রহ’ সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলাম। আর এবার অভিনয় করেছি সমাজসেবীর ভূমিকায়।
এ ধরনের চরিত্রগুলোকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা সত্যিই খুব কঠিন কাজ। এর আগে ২০১২ সালের সিনেমা ‘এক ম্যায় অফর এক তু’-এ ইমরান খানের বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধেন কারিনা। ইমরানের মামা আমিরের সঙ্গেও তার রয়েছে ‘থ্রি ইডিয়টস’-এর মতো ব্লকবাস্টার হিট সিনেমা।
এছাড়াও বিগত কয়েক বছরে শাহরুখের বিপরীতে ‘রা ওয়ান’ এবং সালমানের বিপরীতে ‘বডিগার্ড’-এর মতো একশ’ কোটি রুপি ব্যবসা করা সিনেমা রয়েছে কারিনার ঝুলিতে।
কেবল স্বামী সাইফ আলি খানের সঙ্গেই কারিনার অভিনীত কোনো সিনেমা ভালো ব্যবসা করতে পারেনি এখনো পর্যন্ত। সর্বশেষ ওই জুটি অভিনীত ২০১২-এর সিনেমা ‘এজেন্ট ভিনোদ’ মুখ থুবরে পড়েছিল বক্স অফিসে।
২২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘গোরি তেরি পেয়ার মে’ সিনেমা। ওই একই দিনে মুক্তি পাবে কারিনার স্বামী সাইফ আলী খান এবং সোনাক্ষী সিনহা অভিনীত ‘বুলেট রাজা’।
‘বুলেট রাজা’ তার সিনেমার জন্য প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে জবাবে কারিনা বলেন, ‘আমার সিনেমাটি একটি পারিবারিক সিনেমা। আর সেখানে সাইফের সিনেমাটি অ্যাকশন থ্রিলারভিত্তিক।’